শ্যামনগরে ৫০ বছরের চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৪:৫৫:০৩ এম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কলবাড়ী এলাকার কয়েকটি পরিবারের দীর্ঘ ৫০ বছরের চলাচলের পথ বন্ধ করে পাকা পাচিল করছে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য বরাবর অভিযোগ করলে তিনি বিষয়টি সমাধান করার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানকে নির্দেশ দেন। ভাইস চেয়ারম্যান বিষয়টি সরেজমিনে দেখে চলাচলের পথ রেখে পাঁচিল দেয়ার নির্দেশ দিলেও তা মানছে না স্কুল কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে ৮২ নম্বর কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা ৩৩ শতক। সেই জায়গার উপর স্কুলের বিল্ডিং ও পুকুর রয়েছে। অথচ বর্তমানে স্কুলের পিছন দিয়ে অর্থাৎ কয়েকটি পরিবারের দীর্ঘ ৫০ বছরের চলাচলের পথ বন্ধ করে স্কুলের ম্যানেজিং কমিটি জোর পূর্বক পাচিল দিচ্ছে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে আইন প্রয়োগকারীর স্মরণাপন্ন হবেন বলে জানান তারা।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান, তাদের জায়গায় তারা পাচিল দিচ্ছেন, তবে ওই পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে জায়গাটি জরিপ করলে স্কুলের জায়গা নয় তা প্রমাণিত হবে। তারা সঠিকভাবে জরিপের মাধ্যমে পাচিল দেয়ার জন্য আইন প্রয়োগকারীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।