আটুলিয়ায় নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী মেলা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১০:০৭:২০ পিএম

জি এম মোহাম্মদ আলী, শ্যামনগর: সুশীলন রিকল প্রকল্পের বাস্তবায়নে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে সিবিও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সমূহ প্রদর্শন করা হয়। প্রদর্শনকৃত পণ্যের মধ্যে ছিল মিষ্টির প্যাকেট, শপিং ব্যাগ, স্যানিটারি ন্যাপকিন, টিস্যু ব্যাগ, পার্কিং টাইলস, পরিবেশ বান্ধব ইট, রিং, পিলার, কাঁকড়া, বিভিন্ন রকম সবজি, ডেমো হিসাবে প্রদর্শন করা হয় ডিস্যালাইনেশন প্লান্ট, পিএসএফ, পারিবারিক ল্যাট্রিন, ব্লক বাটিক, পুঁথি ব্যাগ সহ বিভিন্ন রকম হন্তশিল্প। নারী উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের জন্য উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে সিবিও সদস্যরা অংশগ্রহণ  করেন।

নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী স্টল পরিদর্শন করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ও ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।  পরিদর্শনকালে নারী এন্টারপ্রাইজ গুলোকে টেকসই এবং স্থায়িত্বশীল করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। দিনব্যাপী প্রদর্শনীটিতে অত্র অঞ্চলের বিভিন্ন লোকজন, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, অংশগ্রহণ করেন।