কোটচাঁদপুরে জনবল সংকটে দুই বছরেও ৫ কমিউনিটি ক্লিনিক চালু হয়নি

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১০:১৮:২১ পিএম

আলমগীর কবীর, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : কোটচাঁদপুরে নতুন ৫টি কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণ কাজ শেষ করার দু’বছর পরও জনবল সংকটের অজুহাতে আজও চালু হয়নি। এতে করে এ অঞ্চলের সাধারণ মানুষ মা ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি টিকা কার্যক্রম এনসিডি রেজিষ্ট্রেশনসহ অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত সেবাও দারনভাবে বিঘিœত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ উপজেলায় নতুন ৫টিসহ মোট ১৬টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে ৫টি জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ বাকী ১১ ক্লিনিকও নামে মাত্র চালু রাখা হয়েছে। ২০১৯ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এ উপজেলায় ৫ নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণে অর্থ বরাদ্দ দেয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজ শেষ করে। স্বাস্থ্যবিভাগকে যথানিয়মে ২০২০ সালের জুনের মধ্যে ভবনগুলি হস্তান্তরও করে। এক একটি ভবন নির্মাণে সরকারি বরাদ্দ ছিল ২২ লক্ষাধিক টাকা। উপজেলার বলুহর, ছয়খাদা-শ্রীরামপুর, সুয়াদি, চতুরপুর ও মঙ্গলপুরে এ ক্লিনিক নির্মাণ করা হয়। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য অ্যাড: শফিকুল আজম খাঁন চঞ্চল সুয়াদী ও ছয়খাদা-শ্রীরামপুরের ক্লিনিক ২টি উদ্বোধন করেন। তবে আজও এর কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘদিন এসব ক্লিনিক চালু না হওয়ার কারণে বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। কোনো কোনো ক্লিনিকের বারান্দায় ও আঙিনায় গরু, ছাগল বিচরণ করছে। মাঝে মধ্যে চাষিরা কৃষিপণ্য রাখছেন। স্বাস্থ্য বিভাগের দাবী একটি ক্লিনিক চালাতে গেলে কমপক্ষে ১ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী দরকার। এখানে ১৬ ক্লিনিকে ১১২ পদের বিপরীতে রয়েছেন মাত্র ৭৭ জন। কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি বলেন গ্রামবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমার মা অশতিপর বৃদ্ধা আনজান আরা বেগম ৮ শতক জমি দিয়েছেন। কিন্তু তিনি জীবিত থাকাবস্থায় ক্লিনিকের কার্যক্রম দেখে যেতে পারবেন কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ক্লিনিকগুলো চালু না হওয়ায় বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এ ব্যাপারে সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।