কালিয়ায় জলবায়ূ পরিবর্তন বিষয়ক কর্মশালা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৫:২৯:৩০ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: জলবায়ূ পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের কালিয়া উপজেলার আয়োজনে বুধবার (১ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিঠুসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।

ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি খুলনা কৃষি অঞ্চলের চারটি জেলার ২৮টি উপজেলা এবং দুটি মেট্রো এলাকায় ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত চলবে।