Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় আ.লীগ নেতার ছেলের রহস্যজনক মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৬:১০:৪২ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতার ছেলে এসএসসি পরীক্ষার্থী তমালের কুষ্টিয়ায় রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা সে আত্মহত্যা করেছে। আর পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছে

পরিবার সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাছুদ রানা তুহিনের ছেলে তমালকে সোমবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়। ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করেছে। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি স্পষ্ট জানা যাবে।

এ বিষয়ে তমালের বাবা মাছুদ রানা তুহিন বলেন, আত্মহত্যা করার মতো কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তমালের দুই বন্ধুকে আলমডাঙ্গা থানার পুলিশ হেফাজতে নিয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ ছাড়াও পিবিআই ও সিআইডি কাজ করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)