প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে দাকোপে কর্মশালা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৭:০৮:১৭ এম

দাকোপ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে দাকোপে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা, চালনা পৌরসভার মেয়র সনত কুমার  বিশ^াস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, মাধমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর আলম, আইসিটি কর্মকর্তা রাজবুল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি শিপন ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তর প্রধান,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

কর্মশালার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার প্রজেক্টারের মাধ্যমে স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর অংশ গ্রহনকারীরা ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিযোগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ নিয়ে সমস্যা ও সমাধানসহ সুপারিশমালা উপস্থাপন করেন।