ছুটির আগেই ইবির হল ছাড়ার নির্দেশ !

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৭:১৭:৪২ এম

ইবি প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ২ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক হল সমূহ আগামী ৩০ জুন থেকে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহা: আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আগামী ৩০ জুন থেকে আবাসিক হল সমূহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। ঐদিন সকাল ১০টার মধ্যে সকলকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রশাসনের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, প্রশাসনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। ক্যাম্পাস ছুটির আগে হল বন্ধ এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এমন হঠকারী সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী দৈনিক স্পন্দনকে জানান, এটা তো আমার নিজস্ব সিদ্ধান্ত না। প্রভোস্ট কাউন্সিলে সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।