আলমডাঙ্গায় পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রশিক্ষণের সমাপনী

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১২:১৫:৫৪ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী জীবিকায়ন  প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল ছিলো শেষ দিন। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শায়লা শারমিন’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার রনি আলম নূর। সুফল ভোগীদের আয়বর্ধক মুলক প্রশিক্ষণের বিষয়বস্ত ছিলো “নার্সারী”। ৪০ জন নারী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

উলেখ্য. গত ২৫ জুন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিআরডিবি’র ঢাকার প্রকল্প পরিচালক আলমগীর হোসেন আল নেওয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি’র চুয়াডাঙ্গা জেলা উপপরিচালক আব্দুল আলিম।

৩ দিনে রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসেন শহীদ সরোওয়ার্দী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সোহেল রানা, পল্লী জীবিকায়ন প্রকল্পের উপজেলা কর্মকর্তা সেখ আব্দুল মান্নান ও কোর্স সমন্বয়কারী ( হিসাব রক্ষক) শহীদুল ইসলাম।