দাকোপে ক্লোজ আউট কর্মশালা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৮:১৬:১২ পিএম

দাকোপ প্রতিনিধি: দাকোপে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের উপজেলা পর্যায়ে ক্লোজ আউট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. গালিব মাহমুদ পাশা। ইউএসএআইডির একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন এসিস্ট্যান্স কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।

আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদ হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রওশন আরা হক, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সুদেব রায়, মাসুম আলী ফকির, জালাল গাজী, শেখ সাব্বির আহমেদ, ইউপি সদস্য লিপি মন্ডল, আইয়ুব আলী ঢালী, নবযাত্রা প্রকল্পের এসআইএস স্টিফেন হেমরম, বিএইচএ প্রকল্পের প্রজেক্ট অফিসার হিউবার্ট সনিরুন, নবযাত্রা প্রকল্পের শামিনুর রহমান, রাসেল ইসলামসহ উপজেলার ৯ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, উপজেলা সিপিপি লিডার, ইয়ুথ ক্লাব,ভিডিসি ও সিএমসি সদস্যবৃন্দ।