দাকোপে অবৈধ নেট জাল জব্দ

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০২:২৬:৫২ এম

দাকোপ প্রতিনিধি: দাকোপে উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালিয়ে অবৈধ নেটজাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলার চুনকুড়ি, পশুর এবং ঝপঝপিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ হাজার মিটার অবৈধ নেটজাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেটজাল দাকোপ উপজেলা পরিষদ মাঠে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. গালিব মাহমুদ পাশার নির্দেশে তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অবৈধভাবে চিংড়িপোনা আহরণ বন্ধে মৎস্য সংরক্ষণ আইনে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান।

এ সময় মেরিন ফিসারিজ অফিসার বিপুল কুমার দাস, নৌ পুলিশের এ এস আই আব্দুল মিন্টু হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহাসহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং নৌ পুলিশের সদস্যরা অভিযানে ছিলেন।