আলমডাঙ্গায় ভূমি ও ঘরহীন ৬৩ জন ঘর পাচ্ছেন

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৮:৫৮:৪১ পিএম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর মঙ্গলবার বিকেলে প্রেসব্রিফিং করেছেন। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর প্রদানের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।  মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০-২১ ও  ২২ অর্থবছরে ১ লাখ ১৭ হাজার ৩শ ২৯ জন গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২১ জুলাই সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ২৬ হাজার ২শ ২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সেমিপাকা একক গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সাথে আলমডাঙ্গা উপজেলার ৬৩ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে ২ শতক জমি ও ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের যাবতীয় দলিলসমূহ হস্তান্তর করা হবে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশিনার (ভূমি) আলমডাঙ্গা রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল আজম, দৈনিক স্পন্দন পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান অধ্যক্ষ জামসিদুল হক মুনি ও সাংবাদিক আবুল কাশেমসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।