সাতক্ষীরায় বিজিবিতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে আটক ২

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০৯:৫৯:২৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিজিবিতে টাকার বিনিময়ে সিপাহী পদে লোক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে দুই দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে প্রেস-ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তর। আটক প্রতারক চক্রের দুই সদস্য হলো, সদর উপজেলার মুকন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন ও একই উপজেলার কাঁঠালতলা গ্রামের সুমাল কুমার সানা।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরে ৯৯ তম ব্যাচের সিপাহী পদে লোক নিয়োগ চলছে। সোমবার (১৮ জুলাই) বিকেলে তাদেরকে  ব্যাটালিয়নের প্রধান গেটের সামনে সুমাল কুমার সানাকে সন্দেহজনকভাবে চলা ফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের সনৎ সরকারকে বিজিবি’র সিপাহী পদে চাকরি দেয়ার নাম করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন ১০ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করেছেন। চুক্তি মোতাবেক সনৎ সরকার ইকবাল হোসেনকে ২টি ব্লাংক চেক প্রদান করেন।  সুমাল সানার দেয়া তথ্য মতে, মুকন্দপুর গ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইকবাল হোসেনকে। আর জব্দ করা হয় ৬টি ব্লাংক স্টাম্প ও  ২টি ব্লাংক চেক।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল হোসেন দীর্ঘদিন চাকরি দেয়ার নাম করে এ প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন। মঙ্গলবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।