চৌগাছায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:৪৭:১২ পিএম

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে কনের বাড়িতে বরযাত্রী পৌঁছানোর আগে বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।

তিনি জানিয়েছেন, উপজেলার নারায়নপুর ইউনিয়নের ওই ছাত্রীর পাশের গ্রামের ২৩ বছরের এক যুবকের সাথে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বলা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বর পক্ষ কনের বাড়িতে আসার সাহস পায়নি।

এসময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে মর্মে মেয়ে পরিবার লিখিতভাবে অঙ্গিকার করেন। পরে বরের বাড়িতে খবর নিয়ে জানা যায় তারা বাড়ি থেকে পালিয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে চৌগাছা থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা উপস্থিত ছিলেন।