ফুলতলায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১১:৫১:২৩ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক উপপরিচালক এএসএম আব্দুল খালেক বলেছেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকদের অনেক অবদান রয়েছে। সকল শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এনটিআরসিএ কর্তৃক নতুন নিয়োগকৃত শিক্ষকদের যোগদানের তারিখ থেকে বেতন দেয়া হবে। ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। নিয়োগ বাণিজ্য ও এমপিও ভুক্তিতে ঘুষ দুর্নীতি বন্ধসহ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফুলতলা উপজেলার মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকদের নিয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ণকল্পে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী। প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী সালাহ্উদ্দিন জুন্নর, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক মনিরা পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি আলহাজ ইমামুল হক ভুইয়া,  প্রধান শিক্ষক পীর মোহাম্মদ, মোশারফ হোসেন মোড়ল, মোশারফ হোসেন, এস এম এ হালিম, মহাসিন বিশ^াস, গাজী আঃ হাই, গোলাম মোস্তফা, জাকির হোসেন, প্রেমচাঁদ দাস, ইকবাল হোসেন, সৈয়দ আরাফাত হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জুলফিকার হোসেন, আশরাফুল ইসলাম, তরুণ কান্তি সেন প্রমুখ।