শার্শায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৯:০৮:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার জামতলা ও বাগআঁচড়ায় বিভিন্ন অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

সূত্রে জানা গেছে, জামতলা বাজারের ফাইভ স্টার বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিল্প লবণ ব্যবহার ও উৎপাদিত পাউরুটি, বিস্কুট, কেকসহ অন্যান্য খাবারের মোড়কে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ  ব্যবহার না করায় মালিককে ১২ হাজার জরিমানা করা হয়।

একই সময় বিপুল পরিমাণে মেয়াদউর্ত্তীণ ওষুধ বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে মেসার্স জামতলা ফার্মেসিকে ৫ হাজার টাকা,  বেশি দামে এলইডি বাল্ব বিক্রির অভিযোগে বাগআঁচড়া বাজারের কাশেম ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সকে ১ হাজার ও বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স সাদিয়া ড্রাগকে ৩ হাজার টাকা জরিমানা  করে আদায় করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।