মাগুরায় ৭ দিনের টেনিস প্রশিক্ষণ শুরু

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০১:১১:৫৭ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সাত দিনব্যাপী টেনিস প্রশিক্ষণ শুরু হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা টেনিস কমপ্লেক্সে প্রশিক্ষণ কোর্চের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

মাগুরা টেনিস ফেডারেশনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক রানা আমীর ওসমান, টেনিস খেলোয়াড় সাংবাদিক শফিকুল ইসলাম শফিক ও আরিয়ান স্পোর্টসের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর, মাগুরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, এসি ল্যান্ড সাদ্দাম হোসেন, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, বিশিষ্ট টেনিস খেলোয়াড় কাজী সঞ্জয় জামান জেলা ক্রীড়া সংস্থার সদস্য মন্ডলি ও সুধীজন উপস্থিত ছিলেন।

কোর্সে ৪২ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন এনামুল কবীর মুক্ত।