মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেছেন বঙ্গবন্ধু : প্রতিমন্ত্রী স্বপন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:৫৮:২১ এম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানোর। এ জন্য তিনি সাধারণ ও শ্রমজীবী মানুষের সাথে নিবিড় সম্পর্ক রাখতেন। আর জাতীয় শ্রমিকলীগ সংগঠন ছিলো বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন। শনিবার বিকেলে মণিরামপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মণিরামপু জাতীয় শ্রমিক লীগের এক পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক চিন্ময় মজুমদারের সভাপতিত্বে পরিচিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, মণিরামপুরে এই জাতীয় শ্রমিকলীগ যেন মানুষের আস্থা অর্জন করে নেন। যেন অতীতের মতো জাতীয় শ্রমিক লীগ মণিরামপুরবাসীর আতঙ্কের সংগঠনে পরিণতি না হয়। তিনি বলেন, শ্রমিক লীগ ভাল কাজ করলে মণিরামপুর আওয়ামী লীগ তথা অঙ্গসংগঠনও তাদের সাথে থাকবে। শ্রমিকলীগের কোনো ব্যক্তি দ্বারা যেন মানুষ হয়রানী নির্যাতিত না হয়। বঙ্গবন্ধু এ সংগঠন দ্বারা একটি শোষণ মুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বিএম জাফর, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জবেদ আলী, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু প্রমুখ।