মাগুরা প্রতিনিধি : মাগুরা মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অলোক কুমার সাহা, মাগুরা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এএসএম মারুফ হাসান, প্রাক্তন তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, জেলা বিএম’র সভাপতি ডাক্তার কাজী তারিফুজ্জামান, সাধারণ সম্পাদক ডাক্তার জয়ন্তু কুন্ডু, মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহেল কাফি প্রমুখ। অনুষ্ঠানে নবাগত ৫০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।