কয়রায় সচেতনতা বিষয়ে র‌্যালি ও সভা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০১:৫৯:১৫ পিএম

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে শিশুদের শারীরিক শাস্তি নির্মূলে সচেতনতা তৈরি বিষয়ে বর্ণাঢ্য র‌্যালি শেষে এক আলোচনা সভা সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা  বিষয়ক অফিসার রেশমা আক্তার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের পিসি আবু সাঈদ সরদারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, নারী নেত্রী মুর্শিদা আক্তার, পরিত্রাণের মোঃ আলাউদ্দিন, শিশু কিশোর ক্লাবের রেশমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, শিশু কিশোর ক্লাবের সদস্যসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন