আশাশুনিতে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৯:৪৩:০৮ এম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা পর্যায়ে সরকারি দফতরের কর্মকর্তাদের নিয়ে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার-টু-ইনোভেট (এটুআই) প্রোগ্রাম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে সহকারি প্রোগ্রাম কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, পিআইও সোহাগ খান, সিনিয়র সহকারি মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এস আই মিঠুন মন্ডলসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় দাপ্তরিক কাজে কম্পিউটারের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।