বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহম্মদ ইয়ামিন চৌধুরী। বৃহস্পতিবার সকালে তিনি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এর নবনির্মিত সেডের কাজ পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহা-পরিচালক ড. মঞ্জুর মোহম্মদ শাহাজাহান, খুলনা বিভাগীয় পরিচালক সুখেন্দু শেখর গাউন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, মহিষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মহসিন তরফদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক ডা. আহসান হাবীব প্রামাণিক, বেতাগা ট্রের্ডাসের তত্ত্বাবধায়ক আনন্দ কুমার দাশ ও সদর থানা আওয়ামী লীগের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সাত্তার।
সচিব ড, মোহম্মদ ইয়ামিন চৌধুরী মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের কর্মকর্তাদেরকে নানা ধরনের পরামর্শও প্রদান করেন।