কালীগঞ্জে অর্ধশত ছাত্রীকেশিক্ষাবৃত্তি প্রদান

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৫:০৬:৪৯ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ওঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত-এ স্লোগান নিয়েই বৃহস্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জে অর্ধশত ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় সুনিকেতন পাঠশালার সেমিনার কক্ষে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, মিজানুর রহমান, সুনিকেতন পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের ফাওজুর রহমান সাবিত, আব্দুর রহমান ও ইতি ব্যানার্জী প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার স্কুল পর্যায়ের ২০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে মাসিক চারশত টাকা হারে তিন মাসের  ১২ শত টাকা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩০ জন মেয়েকে মাসিক পাঁচশত টাকা হারে তিন মাসের ১৫ শত টাকা করে প্রদান করা হয়।