Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের আর্টক্যাম্প

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৬:২০:০৩ এম

ফরহাদ খান, নড়াইল : আগামী ১০ আগস্ট বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে শিশুস্বর্গে চারুপীঠ যশোরের শিশুদের অংশগ্রহণে এ আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। সুলতান সংগ্রহশালা ও শিশুস্বর্গ দেখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চারুপীঠ যশোরের শিশুরা ছবি আঁকায় অংশগ্রহণ করে।  
এ সময় উপস্থিত ছিলেন এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারী কিটউরেটর মেহেদী হাসান রানা, চারুপীঠ যশোরের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী প্রণব দাস, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নুসহ অভিভাবকেরা।  
চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। দিনটি ঘিরে আগামি ১০ আগস্ট কোরআনখানি, দোয়া মাহফিল, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন এসএম সুলতান। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)