আশাশুনিতে শিক্ষকের বাড়ির সদস্যদের অচেতন করে চুরি

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৯:৪৪:৩০ পিএম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে পাইথালী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ময়নুদ্দীন সরদার (ময়না মাস্টার) এর বাড়ির সদস্যদের অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। তাদের জ্ঞান না ফেরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ময়না মাস্টারের ছোট মেয়ে মুক্তা জানান, চোরচক্রের সদস্যরা বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢোকে। এরপর বারান্দায় গ্রীলের মধ্যে ঘুমিয়ে থাকা তার পিতা-মাতাকে স্প্রের মাধ্যমে অচেতন করে এবং ঘরের পিছনের দিকের জানালার কাঠের ফ্রেমের সাথে স্ক্রু দিয়ে আটকানো গ্রীল খুলে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের মধ্যে থেকে সব কিছু নিয়ে চলে যায়। তিনি আরো জানান, রাতে তার ভাই দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলো। তার মা সুস্থ হয়ে না উঠা পর্যন্ত কি পরিমান নগদ অর্থ, স্বর্ণালংকারসহ অন্য জিনিস পত্র নিয়ে গেছে তার সঠিক তথ্য দেয়া সম্ভব হবে না। তবে ঘরের আলমারিতে তার শিক্ষিকা বোনের ১লক্ষ টাকা ও ৫ ভরি সোনার গহনা ছিলো সে গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে বাড়িতে কাজ করার জন্য লোকজন এসে অনেক ডাকাডাকির পরে গেট না খোলায় তারা অচেতন করার বিষয়টি জানতে পারে। পরবর্তীতে জানালার গ্রীল খুলে চুরির বিষয়টি জানতে পারে। শনিবার সকালে তাদের বাড়ি পরিদর্শন করেছেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স।