Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৩:১৭:৩২ পিএম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। কমিটির সর্বসম্মতি ক্রমে তিন বছর মেয়াদি কমিটিতে গ্রাম ডাক্তার নুরুল ইসলামকে

সভাপতি ও গ্রাম ডাক্তার আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। কমিটি গঠনের লক্ষে শুক্রবার বিকেলে কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। উপজেলা গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার বিনয় কুমারের সঞ্চালনায় এবং গ্রাম ডাক্তার ইশার আলীর সভাপতিত্বে আলোচনা সাপেক্ষে ৩৫ সদস্য বিশিষ্ট বুধহাটা ইউনিয়ন গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলো, সহসভাপতি করুনাময় মন্ডল, যুগ্মসাধারণ সম্পাদক তপন সরকার, সাংগঠনিক সম্পাদক পরিতোষ কুমার দাশ, সদস্য আশরাফুল ইসলাম, আজহারুল ইসলাম, স্বপন কুমার, মামুন হোসেন, আনিছুর রহমান, ইদ্রীস আলী, তপন সরকার, নরেশ চক্রবর্তী, জোহরুল ইসলাম, অরবিন্দ মন্ডল, সন্তশ দাশ, কুড়ুন মন্ডল, আব্দুল হাকিম, ফটিক মন্ডল, আব্দুর রহমান, তুহিন হোসেন, রবিউল ইসলাম, শাহিন আলম, শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া এ সময় অরবিন্দ মন্ডল, মোক্তার হোসেন ও আব্বাস উদ্দিনকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)