দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে দরকার : এমপি চঞ্চল

এখন সময়: বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৩:৪২:৪১ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস আসলেই দেশের ভিতর ঘাপটি মেরে থাকা কিছু মানুষ বিভিন্ন ভাবে দেশ নিয়ে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। আবার নির্বাচন আসলে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ভুল-ভাল বকতে থাকে। এসব ষড়যন্ত্রের রাজনীতি করে কোনো লাভ হবে না। কারণ দেশের মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয় হয়। আর দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনার সরকারকে থাকা দরকার। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে যে উন্নয়ন হয়েছে যা দেশ স্বাধীনের পর কোন সরকার দেশে এতো উন্নয়ন করতে পারেনি। আর তাই তারা আজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট উপলক্ষে প্রস্তুতি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আতাউর রহমান, স্বারুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, সহসভাপতি মনিরুল ইসলাম মনির, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।