ডুমুরিয়ায় ভূমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:২৫:০০ এম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ‘জাল যার জলাশয় তার’ এমন বক্তব্য তুলে ধরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, খাসজমি ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্ত, জলাশয় গুলি মৎস্য জীবীদের জন্য উন্মুক্ত, ভূমিহীন পরিবারে কৃষি জমির পরিমাণ বাড়িয়ে ৩০ শতক ও শতাধিক বিঘা জমির মালিক থেকে কমিয়ে ৬০ বিঘা, উদ্বৃত্ত জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টনের ব্যবস্থা গ্রহণ ভূমিহীনদের এমন দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীন যেন মাথা গোঁজার ঠাঁই পায় সে লক্ষে কাজ করে যাচ্ছে সরকার।

শনিবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ আমার প্রকল্প আয়োজিত বার্ষিক ভূমিহীন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আকতার স্বপনের সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা জেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরঙ্গ নন্দী, জেলা সহসভাপতি শ্যামল সিংহ রায়, ডুমুরিয়া ভূমি কমিটির সহসভাপতি জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, জেলা সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সিদ্দিক, বটিয়াঘাটা উপজেলা ভূমি কমিটির সভাপতি ভাইস-চেয়ারম্যান নেতাই গাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান হাদী, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, অধ্যাপক কেএম হযরত আলী, ইউপি সদস্য আবু বক্কার খান প্রমুখ।