Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৩:০৮:১৩ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুইই আসে” প্রতিপাদ্যে পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত ফল মেলার উদ্বোধন ও বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন, খুলনা ৬ (পাইকগাছা-কয়রা)’র জাতীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি তদন্ত রফিকুল ইসলাম।

কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, সম্প্রসারণ কর্মকর্তা, মুনিরুল হুদা, শাহাজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, ডল্টন রায়, দেবদাস রায়, বিল্লাল মোড়ল, তোফায়েল আহম্মেদ, সরাজ উদ্দীন মোড়ল, অমিকা অধিকারী, মফিজুর রহমান, ইনামুল হক, আফজাল হোসাইন, ফকির তৈয়েবুর রহমান মিঠু প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)