আশাশুনিতে বিদ্যুায়িত হয়ে দুই গরুর মৃত্যু

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৬:৫১:৫০ পিএম

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা)  : আশাশুনিতে সিসি ক্যামেরার খুঁটিতে বিদ্যুতের তার স্পর্শ করা খুঁটি থেকে বিদ্যূতায়িত হয়ে দুটি মর্মান্তিক মৃত্যু ও একটি গরু আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মধ্যে হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, হাসপাতাল সড়কে পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টেজ লাইন রয়েছে। একই রাস্তায় উপজেলা পরিষদের আইন শৃংখলা রক্ষার্থে সিসি ক্যামেরার লাইন রয়েছে। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় সিসি ক্যামেরার খুঁটি হেলে পড়লে বিদ্যুৎ লাইনের তারের স্পর্শে ক্যামেরার লাইনের খুঁটি বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুর ১২. ৩০ টার দিকে মানিকখালী গ্রামের অবিনাশ মন্ডলের স্ত্রী বিপাসা রানী বৈদ্যর একটি গরু (বকনা) খুঁটির গা ঘেঁষে যাওয়ার সময় বিদ্যুাতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা ভ্যান চালক মতলেবের গরু (এঁড়ে) মৃত গরুকে স্পর্শ করলে ছিটকে খুঁটির উপর পড়লে সেও ঘটনাস্থলে মারা যায়। বিপাসার আরেকটি গরু সেখানে গিয়ে শুকতে যেয়ে ছিটকে পাশে গিয়ে পড়লে আহত হয়। মৃত গরু দুটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধের ব্যবস্থা করান এবং গরু উদ্ধার করেন। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেন।