ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার নির্বাচন আগামী ২ সেপ্টেম্বর (শুক্রবার)। ৯ আগস্ট ছিলো ভোটার তালিকার ওপর আপক্তি শুনানী। তবে অভিযোগ কারিরা শুনানীতে আসেনি এ মর্মে ৪৬ সদস্যকেই বৈধ বলে বিবেচিত করেছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল। তফসিল অনুযায়ি আজ সকাল ১০ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, কে বা কার খসরা ভোটার তালিতা দু’দফা টাঙানোর পরও ছিড়ে দিছে। এদিকে, ভোটার তালিকার ওপর আপত্তিকারি জমির হোসেন লাবু জোয়াদ্দার বলেন, আমাকে শুনানির বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি। এ কারনে আমি যায়নি।