নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের জন্মদিন পালিত

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১১:০২:০৮ পিএম

ফরহাদ খান, নড়াইল: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইলে সুলতান স্মৃতিসংগ্রহশালা চত্বরে বুধবার সকালে কোরআনখতম, শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, ‘ফিরে দেখা সুলতান’ প্রামাণ্যচিত্রের উদ্বোধন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। দীর্ঘ দুই বছর করোনা সংকটের পর এবার বড় পরিসরে সুলতানের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনাদি বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, সুলতান শিষ্য চিত্রশিল্পী বলদেব অধিকারী, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানাসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন সুলতান।