যশোর শহরে ৫ স্থানে শব্দ মাত্রা জরিপ, দূষণ নিয়ন্ত্রণে পরামর্শ

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৪:৩৭:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষ -২ সনেট কক্ষে বুধবার সকালে সচেতনতামূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ৬৪ জেলা শহরে শব্দ মাত্রা বিষয়ক জরিপের নিমিত্তে এ সভার আয়োজন করা হয়। সভায় অতিথিবৃন্দ যশোর শহরের ৫ টি স্থানে শব্দ মাত্রা জরিপ এবং বাংলাদেশ সরকার কিভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারে এই বিষয়ে অতিথিরা নানা বক্তব্য ও পরামর্শ প্রদান করেন। সভায় নিরব এলাকা হিসেবে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকা, আবাসিক এলাকা হিসেবে সেন্ট্রাল রোড এলাকা, মিশ্র এলাকা হিসেবে নিউ মার্কেট এলাকা, বাণিজ্যিক এলাকা হিসেবে চিত্রা মোড় এবং শিল্প এলাকা হিসেবে বিসিক নগরীকে জরিপের স্থান হিসেবে নির্ধারণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন শব্দ দূষণ বন্ধ করতে  হলে সচেতনতা বাড়াতে হবে। নিজের অবস্থানে থেকে  এটা বন্ধ করতে হবে। এজন্য প্রয়োজন  সমন্বিত প্রচেষ্টা। শব্দ দূষণ  বন্ধ করতে  প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব পদক্ষেপ  নেয়া হবে। বিশেষ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে  শব্দ দূষণ   বন্ধ বিষয়ক সাইনবোর্ড লাগানো হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার  বিশ্বাস, সরকারি  মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদ  বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুল বারী, জেলা ভারপ্রাপ্ত সিনিয়র তথ্য অফিসার এলিন সাইদুর রহমান, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ, বিআরটিএর পরিদর্শক ওমর ফারুক, লোকসমাজ পত্রিকার সিটি এডিটর রাজেক জাহাঙ্গীর, ইন্সটিটিউট  সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা, যশোর বাস মালিক সমিতির  প্রশাসনিক কর্মকর্তা  আনিসুজ্জামান পিন্টু, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান,  পরিবেশ অধিদফতরের উপপরিচালক সাঈদ আনোয়ার,সরকারি মহিলা কলেজের অনার্সের ছাত্রী তাসলিমা-ই-ফেরদৌস, জিলা স্কুলের ১০ শ্রেণির ছাত্র  রেজওয়ান  আজিজ,  ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম  শ্রেণির ছাত্রী  তাসনিয়া সায়েম,  মেহজাবিন জুই  প্রমুখ। শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় লিডার, পরিবহন সেক্টরসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন  ইকিউএমএস কনসালটিং লিমিটেডের পরিবেশ পরামর্শক মাসুম রেজা । অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ইকিএমএস কনসালটিং লিমিটেড এবং  বায়ুদূষণ  অধ্যায়ন কেন্দ্র  (ক্যাপস),ব্যবস্থাপনায় ছিল যশোর জেলা প্রশাসন।