কালিয়ায় সরকারি কাজে বাধা দেয়ায় ৫ দিনের কারাদণ্ড !

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৩:৫৪:২২ এম

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের কালিয়া পৌর ভূমি অফিসের তহশীলদার রফিকুল ইসলামের সাথে অশোভন আচরণ করায় গোলাম কিবরিয়া মিঠু (৫৫) নামে এক ব্যক্তিকে পাঁচদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম এ আদেশ দেন। মিঠু কালিয়ার বেন্দারচরের লুৎফর রহমানের ছেলে।

তহশীলদার রফিকুল ইসলাম বলেন, রোববার বিকেলে মিঠু প্রতিবেশী নজরুল ইসলাম খানের জমির দাখিলা কাটতে আসেন। এ সময় নজরুলের ছেলে বাছিত মিঠুর সঙ্গে ছিলেন। আমি তাদের কাছে নজরুল ইসলামের জমির দাখিলা কেটে দিই। বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক মোবাইল ফোনে নজরুল ইসলামকে জানাই। এ সময় মিঠু আমার ওপর ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ করেন। ঘটনাটি উপজেলা সহকারী কমিশনারকে অবগত করি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে গোলাম কিবরিয়া মিঠু নামে এক ব্যক্তিকে পাঁচদিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।