হুমকির প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৬:১৮:৫১ পিএম

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : জামিনে ফিরে আসার পর মামলার বাদী হুমকি দেয়ায় প্রশাসনের সহযোগিতা চেয়ে  শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। রোববার দুপুরে তিনি সংবাদ সম্মেলন করেন। শহিদুল উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দাতিনখালী গ্রামের শাহাজান আলীর (সাধু) স্ত্রী রাবেয়া খাতুন কালিগঞ্জ থানার নলতা গ্রামের আলাউদ্দীন গাজীর মেয়ে কনা পারভীনকে (১৬) ফুসলিয়ে ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সাজানো কথা বলতে বাধ্য করে শ্যামনগর থানায় মামলা করেন। এ মামলায় আমাকে হাজতে যেতে হয়। কনা পারভীন বাদীর কবল থেকে মুক্ত হয়ে সত্য ঘটনা উল্লেখ করে শ্যামনগর প্রেসক্লাবে ১৫ জুলাই সংবাদ সম্মেলন করে। এরপর জামিনে আসার পর বাদী আমাকে হুমকি দিচ্ছে ও  ভয়ভীতি দেখাচ্ছে। আমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।