খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৭:০৩:২৭ পিএম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভামিয়া গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাধ ধসে গেছে। ৫ নম্বর পোল্ডারের অর্ন্তভুক্ত ভামিয়া কারিতাসের ৫ ব্যান্ড গেটের বেড়িবাধে বুধবার ধস সৃষ্টি যায়। এতে স্লুইজ গেটের দুই পাশের মাটি সরে গিয়ে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, অপরিকল্পিত ভাবে পাইপ বসিয়ে নোনা পানি তোলায় এ ধসের সৃষ্টি হয়েসে। জেলা পরিষদের সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী জানান, বুধবার বিকেলে খোলপেটুয়া নদীর শুকদেব শীলের বাড়ির সামনে ধস দেখা দেয়। উন্নয়ন বোর্ড-১’র শ্যামনগর শাখার সেকশান অফিসার ফরিদুল ইসলামকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, দু’দিন পেরিয়ে গেলেও এখনও পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাকে সেখানে আসতে দেখা যায়নি। ফলে ওই স্লুইজ গেটের দুই পাশের মাটি সরে খোলপেটুয়া নদীর জোয়ারের পানি লোকালয় ঢুকে ভামিয়া, পোড়াকাটলা নীলডুমুর , দুর্গাবাটি ও দাতিনাখালিসহ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১’র শ্যামনগরের সেকশান অফিসার ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।