লোহাগড়ায় নারী চাষির শতাধিক আমগাছ কেটে ফেলার অভিযোগ

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৬:০০:৩৭ এম

 

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে দরিদ্র  নারী মৎস্যচাষির  শতাধিক আম গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই মৎস্যচািীকে মারপিট করেছে দুর্বৃত্তরা। মল্লিকপুর ইউনিয়নের  দোয়া মল্লিকপুর  গ্রামে  রোববার (১৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দোয়া মল্লিকপুর  গ্রামের  মৃত গফফার  শেখের স্ত্রী মৎস্যচাষি নুর জাহান (৫৮) থানার লিখিত অভিযোগে জানা যায়,  দোয়া মল্লিকপুর গ্রামের আলমগীর মল্লিকসহ কয়েকজনের সাথে তার পরিবারের পূর্ব বিরোধ রয়েছে। গত রোববার সকাল ৭টার দিকে আমাদের জমিতে থাকা মাছের ঘেরে মাছ দেখতে যাই। এ সময় দেখি ঘেরের পাড়ের শতাধিক আম গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে। যার দাম প্রায় ১ লাখ টাকা। এর পর ঘের থেকে বাড়ি ফেরবার সময় উল্লেখিত দুর্বৃত্তদের সাথে পথিমধ্যে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আমাকে মারপিট করে। দুর্বৃত্তরা আমাকেসহ আমার সন্তানদের দেখে নেবার হুমকি দিয়েছে। তারা যে কোনো সময় আমার পরিবারের উপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছি। এর আগে গত ৩ ডিসেম্বর  রাতে  দুর্বৃত্তরা আমাদের  কূল বাগানে  প্রবেশ করে  দুই শতাধিক ধরন্ত কুলগাছ কেটে ফেলে। সে সময় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযুক্ত আলমগীর মল্লিকসহ অন্যদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহিদুর রহমান জানান, কয়েকজন দুর্বৃত্ত  খুব বেপরোয়া চলাফেরা করছে। তাদের কারণে অশান্তি বাড়ছে।