বাঘারপাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৭:৪১:০০ এম

 

বাঘারপাড়া প্রতিনিধি : ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য সামনে রেখে বাঘারপাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সুকুমার বিশ্বাস, থানা  ইনচার্জ মো. শাহাদাত হোসেন, প্যানেল মেয়র শরিফুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার অহেদা আফরোজ, উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা, সহকারী উপজেলা নির্বাচন অফিসার শাহারিয়ার আজাদ প্রমুখ।

এ সময় ভোটার সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। অতিথিরা উপস্থিতিদের মধ্যে দুই মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।