শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৪:৪৩:২৫ পিএম

 

স্পন্দন ডেস্ক: শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। রোববার এ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত-

শার্শা

উপজেলা নিবার্হী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান। আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।

বিকেলে বাগআঁচড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান  হয়। সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন এসআই আলহাজ, মেম্বার আসাদুল ইসলাম, কামরুল ইসলাম, ডা. সাধন কুমার গোস্বামী, ওয়ার্ড সভাপতি ইউনুস আলী, আবুল হাসেম, রফিকুল ইসলাম রফিক, ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাবেক  মেম্বার আলমগীর হোসেন, গাজী মুসা, ওয়াজেদ সর্দার,  ইউনিয়ন যুবলীগ সভাপতি আলী আহাম্মেদ, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, খাইরুল আলম দুষ্টু, সেলিম রেজা, আক্তারুল ইসলাম মিজানুর রহমান, মাসুদ রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির  বকুলসহ সকলের জন্য বিশেষ মোনাজাত করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল আলম।

চৌগাছা

বেলা ১২ টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার ওসি  ইকবাল বাহার চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, ইউপি চেয়ারম্যান নূরুল কদর, মাওলানা অবাইদুল ইসলাম প্রমুখ। আলোচান সভা শেষে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অভয়নগর

বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এনামুল হক বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আইয়ুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি আব্দুল গণি মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যা, আখতারুজ্জামান তারু, আনিসুর রহমান মিন্টু, শাহ্ আব্দুল মুকিত জিলানী, লায়লা খাতুন, শেখ হাবিবুর রহমান, সফি কামাল, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুসফিকুর রহিম প্রমুখ।

কেশবপুর

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। প্রধান অতিথির যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল ইসলাম। এ ছড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা তপন কুমার ঘোষ মন্টু, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে, ভালুকঘর আজিজিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসায় আয়োজিত মাহফিলে অধ্যক্ষ মাওলানা মছিহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ  ফারুক হোসেন জাকারিয়া ও ব্যাংকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

বাঘারপাড়া

উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এর পর পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী, সোলাইমান হোসেন বিশ^াসসহ মুক্তিযোদ্ধারা, সাবেক উপজেলা কামান্ডার খন্দকার শহিদুল্যাহ, অধ্যক্ষ আজগর, পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক জুলহাশ উদ্দীন প্রমুখ। এদিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলানয়তনে আলোচনা ও  শিশুদের চিত্রাঙ্কন, কবিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভপতিত্বে আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী বিশ^াস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রাণী বিশ^াস ও থানার ওসি  শাহাদাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম।

খুবি

খুলনা বিশ্বাবিদ্যালয়ে (খুবি) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তুহিন রায়।

পাইকগাছা (খুলনা)

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, থানার ওসি ওবাইদুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।

দাকোপ (খুলনা)

উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ভবনে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ এম এ হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, আই সিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।

বেলা ১২ টায় পৌরসভা মিলনায়তনে মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, চালনা পৌর আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর শুভংকর রায়, আঃ গফুর সানা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আজগর হোসেন ছাব্বির, শিপন ভূইয়া, কাউন্সিলর রুস্তম আলী খান, আঃ সাত্তার সরদার, আমোদীনি রায়, নাসিমা বেগম, রবীন্দ্রনাথ সরদার প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা)

শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম আশিষ মোমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।

ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে শিশুদের কিরাত, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, সরদার আবু সাঈদ, শেখ ইকবাল হোসেন, ইউপি সদস্য আফজাল হোসেন, লুৎফর রহমান মোড়ল, আবু সুফিয়ান খান প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদেরকে নতুন পোশাক উপহার দেয়া হয়।

রূপসা (খুলনা)

আলাইপুর ডিগ্রি কলেজে এস এম মোস্তফা রশিদী সুজা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ আবু সাইদ খান। প্রধান বক্তা ছিলেন  সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুধাংসু গাইন।  জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক বিশ্বজিৎ শীলের সভাপতিত্বে ও প্রভাষক মনিশংকর নাগের সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক বিশ্বজিৎ শীল, দিপক কুমার কর্মকার, প্রভাষক দীপংকর হালদার, বিধান কুমার মন্ডল, সুজন কুমার বিশ্বাস, মনোরঞ্জন কুমার সরকার, পরিমল অধিকারী, মো: আ: রহিম শেখ, অজুফা খাতুন, সুলতানা রাজিয়া, লিপিকা রানী শীল, নিমাই চন্দ্র মন্ডল, তপন কুমার রায়, চম্পা রানী পাল, মিতা সরকার, মৌসুমী নাসরিন, বিধান চন্দ্র সরকার, সুবাদেশ সানা প্রমুখ।

বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান। বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান কাজি আঃ কুদ্দুস, মাওলানা আবু সালেহ লস্কর। ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম ফকির, স্বপ্না রাণী পাল, শুকুমার বৈরাগী, সমর কুমার মন্ডল, সাজ্জাদ হোসেন সাকিল, সাহেব আলী শেখ,  দিবাংশু মালাকার মনি, আজিজুল ইসলাম নন্দু, বিনোদিনী পাল, আইরিন আক্তার, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মিটুল, আওয়ামী লীগ নেতা মোঃ রেজোয়ান শেখ, তায়জেল শেখ, শামছুর রহমান, খায়উম শেখ প্রমুখ।

ফুলতলা (খুলনা)

উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন প্রমুখ।

মাগুরা

সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পক্ষে তার পিতা মাশরুর রেজা কুটিল, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ার‌্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন শামীম কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সত্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

এদিকে, বীরমুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ার‌্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন শামীম কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

 আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

শ্রীপুর (মাগুরা)

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলী প্রমুখ।

বাগেরহাট

বাগেরহাট থিয়েটারের সভাপতি শেখ আজমল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  পুলিশ সুপার আবুল হাসানাত খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা হেমায়েত, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, বীরমুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন ও অ্যাডভোকেট মিলন ব্যানার্জী প্রমুখ।

শরণখোলা (বাগেরহাট)

বিকেলে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে ইফতার বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, ইমরান হোসেন রাজিব ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান।  বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন নান্টু, ওয়াদুদ আকন, নজরুল ইসলাম আকন, বীরমুক্তযোদ্ধা আবু জাফার জব্বার, তপু বিশ্বাস, বিআরডিবির চেয়ারম্যান ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সদস্য জিয়াউল হাসান তেনজিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম,।

উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও জাইকার প্রজেক্ট কর্মকর্তা রিয়াজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার। 

ফকিরহাট (বাগেরহাট)

উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।

ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বটু গোপাল দাস। প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হোসাইন সাইদীন, সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, আতাউন্নেসা, উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক অমৃতাভ সানা, প্রভাষক চন্দ্র শেখর অধিকারীস প্রমুখ।

পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

শ্যামনগর (সাতক্ষীরা)

সকাল ১০টায় সাতক্ষীরা-৪ আসনের এমপি  এস এম আতাউল হক দোলনের নেতৃত্বে শ্যামনগর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ উপজেলা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

উপজেলা হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিতে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ উজ সাঈদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমুখ।

কালিগঞ্জ (সাতক্ষীরা)

উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মনির আহমেদ, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তি বিশ্বাস, ফয়সাল আহমেদ ও ইয়াসিন আরাফাত প্রমুখ।

আশাশুনি (সাতক্ষীরা)

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক, কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, পিআইও সোহাগ খান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান।