কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সভা

এখন সময়: বুধবার, ১ মে , ২০২৪, ০৫:৫৫:৩১ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের প্রস্তুতি সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের হলরুমে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার শেখ আব্দুর রউফ, সহকারী কমান্ডার এস এম শাহাদাত হোসেন, শেখ মনির আহমেদ, খান আহসানউল্লাহ, শেখ নূর মোহাম্মদ, মোজাফফর হোসেন প্রমুখ।

গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ সকাল ১০টায় কালিগঞ্জ ডাকবাংলো মোড়ে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠান এবং ২৬ মার্চ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি। এ সময় ১২ ইউনিয়নের কমান্ডার ও ডেপুটি কমান্ডারগণ এবং সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।