শ্যামনগরে ওয়াশ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনাসভা

এখন সময়: বুধবার, ১ মে , ২০২৪, ০১:৫৫:২১ এম

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বেসরকারি সংন্থা রূপান্তরের আয়োজনে ও ওয়াটার এইড এর সহযোগিতায় শ্যামনগর উপজেলা ব্যাপী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইভেন্ট স্কুল ওয়াশ ব্যাবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্যামগনর উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় রূপান্তরের মনিটরিং অফিসার  সাদিয়া সুলতানার সভাপতিত্বে শাহিনুর ইসলাম ও আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্ত্যব্য রাখেন নকিপুর সরকারী এইচ এস সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, অধ্যাপক জি এম লিয়াকত আলী, সহকারী প্রিন্সপাল শেখ ইউনুচ আলী প্রমুখ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইন্দ্রা রানী। অনুষ্ঠানে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও এসএমসিগণ উপস্থিত ছিলেন। ওয়াশ বিষয়ে ও মাসিক ব্যবস্থপনা বিষয়ে প্রশ্ন - উত্তরের মাধ্যমে আলোচনা শেষ হয়।