মাগুরা সদর হাসপাতালের স্টোর কিপারের বিরুদ্ধে দুদকের তদন্ত

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৮:২৮:৩৮ এম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের স্টোর কিপারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দুর্নীতি বিরোধী অভিযান (দুদক) তদন্ত শুরু করেছে।  রোববার দিনব্যাপী দুদকে একটি দল বিভিন্ন ওয়ার্ডের স্টোরে গিয়ে এ তদন্ত করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মহসিন উদ্দিন জানান, দুদকের একটি টিম রোববার এসে জানান, স্টোরকিপার গৌতম কুমারের বিরুদ্ধে ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধ না দিয়ে জোর করে ওয়ার্ড ইনচার্জকে দিয়ে রেজিস্টারে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। পরে তারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তদন্ত করছেন। এরপর আমাকে আর কিছু জানানো হয়নি।

দুদকের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তারা জানান, তদন্ত চলছে। এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দেয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের প্রতিবেদন জমা দেব।