শার্শায় স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে  শেখ আফিল উদ্দিন এমপি

এখন সময়: রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০৫:২৭:১৩ এম

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শার কাশিপুরে চিরনিদ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এঁর মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তিনি শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান মালায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে শার্শা উপজেলা প্রশাসনের ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ডিহি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।

পরে, শার্শা উপজেলা চত্বরে স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাভরে ফুলের ডালি নিবেদন করেন শেখ আফিল উদ্দিন এমপি। এরপর পর্যায়ক্রমে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারিবাহিনী, আওয়ামীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ শিক্ষকরা শ্রদ্ধা নিবেদন করেন।  

বেলা ১০টার দিকে শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং স্বাধীনতার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রামাণ্য চিত্র অনুষ্ঠান উপভোগ করেন সাংসদ শেখ আফিল উদ্দিন। এ অনুষ্ঠানমালায় শেখ রাসেল স্টেডিয়াম মাঠে স্থাপিত অস্থায়ী স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শার্শা থানার অফিসার ইনচার্জ ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)’দ্বয়ের সমন্বয়ে সালামী মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা  উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন তিনি।

বেলা ১২টার দিকে শার্শা উপজেলা কমপ্লেক্স ভবন অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন পুরস্কারে ভূষিত করেন। আলোচনা সভার শুরুতে তিনি উপস্থিত সকলের সম্মতিক্রমে শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে প্রধান অতিথির আসন ছেড়ে দেন এবং তাঁকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করেন।

এ সময় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, ৭১’র স্বাধীনতা যুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বীর মুক্তিযোদ্ধারা সংসার পরিজন ছেড়ে, সন্তান, মা-বাবার মায়া ত্যাগসহ নিজেদের জীবনের মায়া তুচ্ছ-তাচ্ছিল্য করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যাদের নিঃস্বার্থ আত্মজীবন উৎসর্গের বিনিময়ে আজকে আমরা স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ নামক মাতৃগর্ভ পেয়েছি। যাদের তুলনা কেবল তাঁরাই- বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ। যাদের আত্মত্যাগ ম্লান হবেনা কোনোদিন।

সভায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্ব করেন। এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীকে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের জীবনগাঁথা যুদ্ধ ইতিহাস শ্রবণ ও ধারণ এবং ১৬-ডিসেম্বর-২০২৪, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের মাঠ পর্যায়ের জীবনলীপি পুস্তক আকারে মোড়ক উম্মোচনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন আহম্মদ, জিয়াউল হোসেন দুলদুল, আব্দুস সামাদ, মতিয়ার রহমান, ওয়াদুদ নবী, ইসলাম সরদার, রিজাউল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুল কাদের, কেরামত আলী, শাহ-আলম হাওলাদার, শওকত আলী, কালু মিয়া, বজলুর রহমান, নূরমোহাম্মদ, দীন ইসলাম দিনুসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা।

দিনব্যাপী স্বাধীনতা দিবসের এসকল বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা প্রকৌশলী মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানসহ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।