মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৫:৩৬:২০ পিএম

 

মাগুরা প্রতিনিধি: ‘সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন:শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় মঙ্গলবার ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 মাগুরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা সমাজ সেবা অফিসের সহকারি  পরিচালক জাহিদুল আলম, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. বাবলুর রহমান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান,বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান ও মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন প্রমুখ।