যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন নির্বাচনে ১৪ পদে ৩০ মনোনয়নপত্র জমা

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৪:৪৯:৫৬ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ফুটবল রেফারি সমিতির নির্বাচন ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র জমার দিন। আসন্ন এ নির্বাচনে  (২ টি প্যানেলে) ১৪ টি পদের বিপরীতে ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম। মনোনয়নপত্র সংক্রান্ত  আপত্তি ৬ এপ্রিল এবং মীমাংসা ও প্রত্যাহার এবং চূড়ান্ত মনোনয়নপত্র প্রকাশ ৭ এপ্রিল। নিবাস-নিশাদ-ইব্রাহীম প্যানেলে ২ টি সহভাপতি পদে  ৩ জন মনোনয়পত্র জমা দেন। এরা হলেন শহিদুর রহমান ,ফশিয়ার রহমান ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নিবাস হালদার ,  যুগ্মসম্পাদক পদে  ইব্রাহীম হোসেন , কোষাধ্যক্ষ পদে সোহেল আল মামুন নিশাদ , দপ্তর সম্পাদক পদে ফেরদৌস হাসান, নির্বাহী সদস্য পদে জমা দিয়েছেন জিল্লর রহমান, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল বাসেদ, রাজু আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান। হারুন-বাচ্চু ও মিঠু প্যানেলে সহসভাপতি  পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হারুন-অর-রশিদ ও খুরশিদ মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এ বি এম শাহিদুজ্জামান, যুগ্মসম্পাদক পদে হুমায়ুন করিব, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক পদে  সালাউদ্দিন ইউসুফ দিলু এবং নির্বাহী সদস্য পদে জমা দিয়েছেন শুভাষ চন্দ্র মন্ডল, সাইফুল ইসলাম, শশাংক কুমার ঘোষ, বশির আহমেদ, নজরুল ইসলাম , সাবু জোয়াদ্দার, মহিতোষ কুমার ঘোষ, জমির হোসেন লাবু জোয়াদ্দার  ও তরিকুল ইসলাম জন। ভোটার ৮২ জন।