কালীগঞ্জে বিনামূল্যে পাট-ধান বীজ ও সার বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০১:১৮:০৪ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের ৩ হাজার কৃষককে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ, পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় কৃষকদের বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পল্লী বিদ্যুৎ অফিসের জিএম মোহাম্মদ ওমর আলী ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন প্রমুখ।