মুক্তিযুদ্ধের সংগঠক কাজী ফয়জুরের ইন্তেকাল

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ১২:১১:১৮ এম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধের একজন সংগঠক, শিক্ষাবিদ ও সাবেক রাজনীতিক শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের বাসিন্দা কাজী ফয়জুর রহমান মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (এনআইসিভিডি) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

পরিবারের সূত্রে জানা গেছে, নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কাজী ফয়জুর রহমান। রবিবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি হলে ঢাকার শ্যামলী বাসা থেকে এনআইসিভিডিতে ভর্তি করা হয়। সেখানে সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ আসর শ্যামলীস্থ শিশু পল্লী জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিজগ্রামে নেয়া হবে। মঙ্গলবার সকাল ৮টায় শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দ্বিতীয় জানাজা শেষে তখলপুর গ্রামে তাঁকে দাফন করা হবে।