যশোরে মাঝারি তাপপ্রবাহে নাকাল জনজীবন

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৪:৩৯:৪৭ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে ক্রমশ। মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় দিনের মতো রাতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে প্রচন্ড গরমে হাসফাঁস অবস্থায় নাকাল হয়ে পড়েছে জনজীবন।

গত কয়েকদিন ধরে যশোরে প্রচন্ড গরম পড়ছে। বেলা বাড়তে থাকলে সূর্য্যরে রশ্মি যেন আগুন ঢালছে। বেলা যত বাড়ছে; গরম তত বেশি পড়ছে। এমন পরিস্থিতিতে একটু স্বস্তির জন্য শ্রমজীবী মানুষজনকে গাছের ছায়ায় আশ্রয় নিতে দেখা যাচ্ছে। রোদের তাপ থেকে বাঁচতে ছাতার ব্যবহার বেড়েছে।

বাংলাদেশে আবাহাওয়া অধিদপ্তরের ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।