বিনামূল্যে  চিকিৎসা সেবা বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৩:২৩:১১ এম

 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। মঙ্গলবার  দিনব্যাপী বাগেরহাট সদর উপজেলার দরিতাল্লুক কোডেক সেন্টারে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা দেন। বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে  বিনামূল্যে এই  চিকিৎসা সেবা দেয়া হয়।

বাগেরহাটের হার্ড ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও সংগঠনের আহবায়ক ইউএসএ‘র লাস ভেগাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিজের পরিচালক প্রফেসর চৌধুরী হাফিজুল আহসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।

ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডা. ইউনুসর রহমান, প্রফেসর (কার্ডিওলজি) মীর নেসার উদ্দিন আহমেদ, কার্ডিওখোরাসিক সার্জন ডা. এম.এ গফুর, ঢাকা ইউনাইটেড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রফিকুস সালেহীন, গ্রীন লাইফ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শেখ আঃ ফাত্তাহ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের অধ্যাপক দিপল অধিকারী, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এর পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. সুদিপ্ত কুমার মুখার্জী, ডা. সেলিনা পারভীন, ডা. মাহবুবুর রহমান রোগীদের সেবা দিয়েছেন।