মণিরামপুরে অসুস্থ জরিনাকে হুইল চেয়ার দিলেন এমপি পুত্র 

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৯:২৫:১৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: একটি হুইল চেয়ার পেয়ে স্বস্তির নিশ্বাস ফেললেন শয্যাশায়ী জরিনা নামের এক গৃহবধূ। মণিরামপুরে দিঘিরপাড় গ্রামের হত-দরিদ্র শহিদুল ইসলামের স্ত্রী জরিনা। দু’শতক জমির উপর বাস্তুভিটা ছাড়া আর কিছুই নেই তাদের। মাত্র এক ছেলে ছিল তাও বিষ পানে বিদায় নিয়েছে দুনিয়া থেকে। বিছানায় শয্যাশায়ী স্ত্রী জরিনায় একমাত্র তার ভরসা। তাও রোগশোকে দীর্ঘদিন শয্যাশায়ী জরিনা। হাটাচলা তো দূরের কথা দু পায়ে ভর করে উঠে দাঁড়াতেও পারেন না জরিনা। এ অবস্থায় সংসদ সদস্য ইয়াকুব আলীর ছেলে ফুয়াদ রিদওয়ানের নজরে পড়েন তিনি। কথা বলেন তার সাথে। একটি হুইল চেয়ারই একমাত্র দাবি। যা পেলে সারাদিন বাড়ির উঠানে বসে বসে সময় কাটবে। সেই দাবি মোতাবেক তাকে হুইল চেয়ার দেয়া হলো। সাংবাদিক তাজাম্মূল হুসাইনের কাছে একটি হুইল চেয়ার পাঠানো হয় জরিনার জন্য। বুধবার জরিনার বাড়িতে হুইল চেয়ারটি নিয়ে হাজির হলেন তাজাম্মূল। হুইল চেয়ারটি পেয়ে একটি স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন জরিনা। বললেন, আল্লাহ তোমাদের সবার পরে রহম করুক।