দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীকে ঢাকায় মারপিট, যশোরে এনে ভর্তি

এখন সময়: সোমবার, ৬ মে , ২০২৪, ০৩:৪০:১০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সিভিল এভিয়েশনে কর্মরত স্বামীর মারপিটের শিকার ৩ সন্তানের জননী ফেরদৌসী খাতুনকে উদ্ধার করে বুধবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরদৌসী যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের ইমান আলীর মেয়ে। তার স্বামী আমির হোসেন যশোরের শার্শার গোড়পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে। তিনি বর্তমানে ঢাকা বিমান বন্দরের সিভিল এভিয়েশনে কর্মরত আছেন।

ফেরদৌসীর পিতা ইমান আলী জানিয়েছেন, ১৮ বছর আগে আমির হোসেনের সাথে পারিবারিকভাবে ফেরদৌসীর বিয়ে হয়। আমির হোসেন ঢাকা বিমান বন্দরে সিভিল এভিয়েশনে কর্মরত থাকায় তার স্ত্রী ফেরদৌসীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। ফেরদৌসী তিন সন্তানের জননী। বেশ কয়েক বছর ধরে আমির হোসেন পরনারীতে আসক্ত হয়ে তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। ৭ মাস আগে আমির হোসেন ফেরদৌসীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। ফেরদৌসী দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় আমির হোসেন তাকে মারপিট করে মঙ্গলবার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে আমির হোসেন তার শ্বশুরকে বিষয়টি জানিয়ে চিকিৎসার জন্য এক লাখ টাকা দাবি করেন। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বুধবার ঢাকার ওই হাসপাতালে যান। মেয়ের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিরাপত্তার অভাবে মেয়ের ছাড়পত্র নিয়ে বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমির হোসেন তার তিন ছেলে-মেয়েকে মায়ের সাথে আসতে দেননি। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় গ্রহণ করবেন বলে জানিয়েছেন।